ফরাসি সম্রাট নেপােলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসিয়ে দিলে স্পেনবাসী নেপােলিয়নে বিরুদ্ধে তীব্র মুক্তিসংগ্রাম শুরু করে। স্পেনের যুদ্ধে নেপােলিয়নে বাহিনীর শােচনীয় পরাজয় ঘটে এবং জোসেফ স্পেন থেকে ফিরে, আসতে বাধ্য হন। স্পেনে নেপােলিয়নের এই সামরিক ব্যর্থতা ‘স্পেনীয় ক্ষত’ নামে পরিচিত।
0 Comments: